যদি বলো, জেগে থাক চাঁদ, জেগে থাক
ঘুম পেলে, নিভিয়ে দেব, পূর্ণিমা রাত।
যদিও জানি তোমার ব্যথা, নিঃসঙ্গতা,
একাকীত্ব তাই, আজ খোঁজে নীরবতা।
ভালোবাসা মানব নির্মিত এক রাত
বিরহ রাতের আলো হয়ে জেগে থাক।
রাত বাড়ে, গাছের শাখায়, প্রশাখায়।
বিরহ খেলে, তোমার চোখের তারায়।
মনে করো, আমি এক পক্ষীরাজ ঘোড়া
পরী হয়ে তুমি ওড়ো, প্রেমে দাও ধরা।
যে ধারা বয়ে চলে তোমাতে ও আমাতে
সে অনুভূতি তোমার থেকে চাই পেতে।
জেনো প্রেম অন্তহীন, বসন্ত ভাবনায়,
চলো না আমার সাথে, সেই অজানায়।
রাতজাগা কিছু পাখী, শুধু ভালোবাসে,
ভাবে, তারা রাত হয়ে যাব অবশেষে।
Comments
Post a Comment