ঘরের কোণে, ভাবি মনে, এ জীবনের শেষে।
হারাবে এ মন কোথায়, কোন অচিন দেশে।
এত রং, রস,রূপ, কত বর্ণ অপরূপ
এত ফুল, এত গন্ধ, কত বাড়ী,ঘর,স্তূপ।
সবকিছু ছেড়ে, চলে যেতে হবে অবশেষে
যেতে মন নাহি চায়, কেন যাব ভালোবেসে।
জীবন যদি দেবে, তাহলে কেন নেবে কেড়ে।
প্রাণের ধারা বয়ে চলুক যুগ যুগ ধরে।
সব কিছু ভোলা, সে তুমি জানো কি বেদনার,
কত শত নাম, তবু হৃদয়ে ছিল না ভার।
এত শুভেচ্ছা, এত কান্না আর ভালোবাসা।
কিছু পাবে দাম, সব টুকু নিলে থাকে না আশা।
যখন ডেকেছো, এসেছি ছুটে তোমার দ্বারে
জীবন দিয়েছি আহুতি, মৃত্যুর কারাগারে।
আবার ভরেছ জীবন, দিয়েছ নতুন প্রাণ
কেউ জানেনা, কেউ বোঝেনা,গায় শুধু গান।
এত বার বাঁচা মরা, হৃদয়ের ভাঙ্গা গড়া
অশ্রু হয়ে মহাকালের মনকে দিক নাড়া।
Comments
Post a Comment