আমায় তুমি যেভাবে রেখেছ
সে তোমারই খেলা।
জীবন মানে তুমি যেভাবে ছেয়েছ
আমি চলেছি পথে, ভেবেছি বুঝি
আমি চলেছি পথে, ভেবেছি বুঝি
শেষ হল এইবেলা।
তোমারই পথ চলা।
যা কিছু তোমার এ ধরণীতলে
আমি ভাবি সকলই আমার, সকলই
আমায় দিলে।
জীবন শেষে মরণ যদি দিলে,
মরণ শেষে কী হবে ফুলের মালা।
যা কিছু কথা জাগাতে শুধু ব্যথা
যা কিছু গান তোমারই লেখা, তোমাতে
প্রকাশ, তোমারই ব্যাকুলতা।
যা কিছু সুর, ভাসাও দূর বহুদূরে
ফিরে ফিরে আসে, কেন এই
নির্জন নদীতীরে।
আমি বসে একা জীর্ণ কুটীরে।
শেষ নিঃশ্বাসে যদি আস ফিরে
আছি এই বিশ্বাসে।
কবে শেষ হবে কথা বলা।
ভেবেছি বুঝি শেষ হলও এই বেলা
আমারও পথ চলা।
Comments
Post a Comment