জানি মোর হবে নাকো স্থান।
তবু আমি গেয়ে যেতে চাই
তোমাদের জয়গান।
নিদ্রাবিহীন নিশিরাতে
ক্লান্ত, শ্রান্ত শুকতারা।
হয়তো তোমার আঙিনায়
প্রভাত আলোতে হয় হারা।
কোন সে স্বপন অভিসারী,
শিরীষ, হিজলে ঝরে যায়।
আবছা কুয়াশা আবরণে
হিমেল পরশে প্রাণ পায়।
পৃথিবীর লাল কাঁচা পথে
ঘাড় গুঁজে চলি বুকে হেঁটে।
বন্দুক নিশানায় খোঁজে,
গিরগিটি পড়ে চাপা বুটে।
কী জীবন চেয়েছিলে
হায় মানব।
সভ্যতার শেষ দিগন্তের পারে,
কী তোমার ভালো লেগেছিল,
সে ব্যর্থ প্রশ্ন।
Comments
Post a Comment