মাধবীলতায়। শান্তনু দত্ত।
বাগনান। ২২শে জুন, ২০২০।
কার সুর ঝরে পড়ে, আমার বীণায়
কার চরণ পড়ে, আমার কবিতায়।
কার মেঘ ভেসে আসে, নিয়ে বৃষ্টি
কার সুর, তুমি বাজাও, ভিজে দৃষ্টি।
কে বাঁধে খোঁপায় ফুল,ভাঙা আয়নায়।
কার ধ্বনি আমি শুনি জানালায়।
কার চরণ করে বিচরণ, ধূলায়
কার আলো চুরি করে দিগন্ত সীমায়।
নীল আকাশের মতো কার দুটি চোখ ।
আমাকে দেখে গোপন কবিতায়।
কালো মেঘ, সে কি তার অচেনা লোক,
দেখি দোল খায় ওই মাধবীলতায়।
দরদী মন খোঁজে আজ অকারণ
পূবের বাতাস আজ শোনে না বারন।
কার বাঁশী হায়, করেছে পরবাসী
চোখের বালি হয়েছে কার হাসি।
তানপুরাতে ধরেছি এ কার তান
মেঘ মল্লার রাগে ভিজে যাক তার প্রাণ।
দেওয়ালেতে তাকাই আবার ফিরে
যদি সে ছায়ায় মিশে যায় ধীরে।
Comments
Post a Comment