নীল চাঁদ।
বাগনান, ২০ শে জুন, ২০২০।
হৃদয় নদীর কুলে, চাঁদ হোল নিচু,
আমি চলি তার পিছু।
তোমার চোখের পাতায় ভোর হলে,
আমাকে শিশির দিও কিছু।
স্বপ্নেরা হোল নীল,বোবা কথাগুলো,
হৃদয়ে দিল পাঁচিল।
তোমার মুখের মত গোল চাঁদ,তোমার
চোখে ডোবে চাঁদের ফসিল।
কবিতার পোষাকেই রূপসী তুমি,
খুলে ফেলো অলঙ্কার।
তোমার হাসির মত ক্যাবিক হাসি,
চাঁদ পেলে, ঘুছতো অন্ধকার।
এখানে খোলা মাঠে রাত জেগে আছে,
জেগে রাতের কোলাজ।
এখানে অন্ধকার ঝুলছে গাছে,যেন
কুহকের শিল্পকাজ।
তাই এক নীল মেয়ে,তোমার ভেতর
থেকে, নীল চোখে থাকে
চেয়ে।
আমার শরীরে আরও এক নীলনদ,
চাঁদ যায় নৌকা বেয়ে।
রাত গেলে চাঁদ ও চলে যাবে,
থেকে যাবে তুমি, কবিতায়।
চাঁদনী হয়ে,হয়তো তুমিও হারাবে
সুখী জীবনের আয়নায়।
যখন বৃষ্টি ভেজায় দুপুর, কথা
বলে ওঠে, তোমার নুপূর।
তখন বিকালের মেঘ হয়ে, তোমার
আকাশে, দিয়ে যাবো সুর।
Comments
Post a Comment