যদি সুনীল আকাশ তোমায় প্রশ্ন করে
আলোর বীণায় রাগ বেজে ওঠে সুরে, স্বরে।
সোনালী ধানের শীষে, মথ ফিরে চায় পৌষ।
রাতের দুচোখ থেকে খুঁজে নিও সুপুরুষ।
তোমার কয়েকটা কথা ছুঁয়ে ছিল হৃদয়।
জীবনের স্পন্দন দেখেছি জল কণায়।
আর কিছু কথা ব্যথা হয়ে রবে আমরণ।
ভালোবাসা বুদবুদ হয়ে করে বিচরণ।
আমি আকাশ হয়ে মেঘ করেছি সঞ্চয়।
চোখের কালি মুছে মেঘ করিনি অপচয়।
অতীতের জড়তা কাটিয়ে, চাই ফিরে পেতে
তোমার ভালোবাসা,লীন হতে চাই তোমাতে।
তোমাতেই জেগেথাক চাঁদ,ফিকে নীল রাত।
কিছুটা অবুঝ মন, কিছু সুর ও মৌতাত,
সময়ের ঘুড়ি হয়ে উড়ে যাক, দূরাকাশে।
শ্বেত পাথরের অবসাদ জোছনায় মেশে।
Comments
Post a Comment