সেদিন বিকালে হঠাৎ ছুটে
এলো মৌসুমী।
জল ভরা চাহনী তার,
দেখে মনে হলো, ভিজে বাতাস
আজ, হবে হৃদয়ের
বধ্যভূমি।
আনমনে চেয়ে দেখি,
ওপারে বারান্দায় অপলক
তাকিয়ে আছো তুমি।
পিরামীড বেয়ে চলি, আমি
যেন এক সভ্যতার জীবন্ত
মমি।
দূর আকাশ থেকে আসে
বৃষ্টির গান,
কে তাতে বেঁধে দিল সুখ।
বিবর্ণ মুখোসগুলো করে
কলতান।
ওরা বলে, তুমি সেই মুখ।
বৃষ্টিতে ভিজে যাক কয়েকটা
অনুভূতি।
চলো যাই মৃত কোন সভ্যতার
মাঝে।
কয়েকটা ঝরাপাতা কুড়িয়ে
আনি।
তোমাকে সাজাবো আজ
পাতার সাজে।
বিবর্ণ মুখোসগুলো আবার
চেঁচায়, বলে,
ভিজো না, করবে অসুখ।
আমি হেসে বলি, আমি
মরে গেছি কবেই।
সময়ের কালস্রোতে, শুধু
ভেসে চলে,
হয়তো আমার ই মুখ।
Comments
Post a Comment